The Ballpen
সিরাজগঞ্জ জেলার মোট জনসংখ্যা কত? - theballpen

সিরাজগঞ্জ জেলার মোট জনসংখ্যা কত?

27th Nov 2022 | সিরাজগঞ্জ জেলা |

সিরাজগঞ্জ শহর একই সাথে সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলার প্রশাসনিক সদরদপ্তর।

এর মোট আয়তন ৩১.২৭ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১৬৭,২০০ জন, যা সিরাজগঞ্জকে বাংলাদেশের ১৪তম বৃহৎ শহরের পরিণত করেছে (জনসংখ্যার ভিত্তিতে)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জ শহরের দুরত্ব ৮ কিলোমিটার।





Related

সিরাজগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?

 

সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে সিরাজগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। 

বঙ্গবন্ধু যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। তা ছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাঁচারিবাড়ি, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালবাঘাবাড়ি মিল্কভিটাবঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ইকোপার্ক, বাঘাবাড়ি বার্জ মাউনন্টেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রবাঘাবাড়ি নদী বন্দর,বাঘাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয়াম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি বিখ্যাত স্থাপত্য ও শৈল্পকর্মের নিদর্শন এ জেলাকে সমৃদ্ধতর করেছে।

 



Related

সিরাজগঞ্জ জেলার থানা কয়টি ও কি কি?

সিরাজগঞ্জে উপজেলা ৯ টি আর থানা ১২ টি।

থানা গুলো যথাক্রমে

১. সিরাজগঞ্জ সদর

২. বেলকুচি

৩. চৌহালি

৪. কামারখন্দ

৫. কাজীপুর

৬. রায়গঞ্জ

৭. শাহজাদপুর

৮. তাড়াশ

৯. উল্লাপাড়া

১০. সলঙ্গা

১১. এনায়েতপুর

১২. বঙ্গবন্ধু সেতু পশ্চিম