The Ballpen
পর্তুগাল কোন মহাদেশে অবস্থিত? - theballpen

পর্তুগাল কোন মহাদেশে অবস্থিত?

10th Dec 2022 | ইউরোপ মহাদেশ |

পর্তুগাল ইউরোপ মহাদেশে অবস্থিত। 





Related

ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?

ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ রাশিয়া। রাশিয়ার রাজধানীর নাম মস্কো। 

রাশিয়া, সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত। রাশিয়া দেশটি পূর্ব ইউরোপে এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ।

এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়ার উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড (উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে।

দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)।



Related

ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?

ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি



Related

ইউরোপ মহাদেশের দেশ কয়টি?

ইউরোপ মহাদেশের দেশ ৪৮ টি।

দেশের নাম, রাজধানী ও মুদ্রার নামঃ 

 ১। জার্মানিঃ রাজধানী বার্লিন, মুদ্রা  ইউরো।

 ২। পোলান্ডঃ ওয়ারশ, জোলটি

 ৩। হাঙ্গেরীঃ বুদাপেস্ট, ফোরিন্ট

 ৪। রুমানিয়াঃ বুখারেস্ট, লিউ

 ৫। বুলগেরিয়াঃ সোফিয়া, লেভ

 ৬। স্লোভাকিয়াঃ  ব্লাটিস্লাভা, ইউরো

 ৭। ক্রোয়েশিয়াঃ জাগোরেব, কুনা

 ৮। স্লোভেনিয়াঃ  লুবজানা, তোলার

 ৯। চেক-প্রজাতন্ত্রঃ প্রাগ চেক, করুনা

 ১০। আলবেনিয়াঃ  তিরানা, লেক

 ১১। বসনিয়া হার্জেগোভিনাঃ সারায়েবো, নিউ দিনার

 ১২। মন্টিনিগ্রোঃ পোডগোরিকো, ইউরো (নিজস্ব মুদ্রা নেই)

 ১৩। সার্বিয়াঃ বেলগ্রেড, নিউ দিনার

 ১৪। মেসিডোনিয়াঃ স্কোপজে, দিনার

 ১৫। কসোভোঃ ক্রিস্টিনা,   ইউরো

 ১৬। ফ্রান্সঃ প্যারিস, ইউরো

 ১৭। নরওয়েঃ অসলো, নরজিয়ান ক্রোনা

 ১৮। সুইডেনঃ স্টকহোম, ক্রোনা

 ১৯। ডেনমার্কঃ কোপেন হেগেন, ডেনিশ ক্রোনা

 ২০। ইংল্যান্ডঃ লন্ডন, পাউন্ড

 ২১। রাশিয়াঃ মস্কো, রুবল

 ২২। অস্ট্রিয়াঃ ভিয়েনা, ইউরো

 ২৩। বেলজিয়ামঃ ব্রাসেলস, ইউরো

 ২৪। এনডোরাঃ এনডোরা লা ভিলা, ইউরো

 ২৫। গ্রিসঃ এথেন্স, ইউরো

 ২৬। ফিনল্যান্ডঃ হেলসিংকি, ইউরো

 ২৭। সাইপ্রাসঃ নিকোশিয়া, ইউরো

 ২৮। আইসল্যান্ডঃ রিকজাভিক, ক্রোনা

 ২৯। আয়ার‌ল্যান্ডঃ ডাবলিন, ইউরো

 ৩০। নেদারল্যান্ডঃ আমস্টারডাম, ইউরো

 ৩১। মালটাঃ ভালেটা, লিরা

 ৩২। লুক্সেমবার্গঃ লুক্সেমবার্গ, ইউরো

 ৩৩। মোনাকোঃ মোনাকো, মোনাকো ফ্রাঁ

 ৩৪। পর্তুগালঃ লিসবন, ইউরো

 ৩৫। সুইজারল্যান্ডঃ বার্ন, ফ্রাঁ

 ৩৬। ভ্যাটিকাস সিটিঃ ভ্যাটিকান সিটি, ইউরো

 ৩৭। ইতালিঃ রোম, ইউরো

 ৩৮। বেলারুশঃ মিনস্ক, রুবল

 ৩৯। ইউক্রেনঃ কিয়েভ, রিভনা

 ৪০। এস্তোনিয়াঃ তাল্লিন, ক্রোন

 ৪১। লাটভিয়াঃ রিগা, লার্টস

 ৪২। আর্মেনিয়াঃ ইয়েরেভান, ড্রাম

 ৪৩। জর্জিয়াঃ তিবলিস, লারি

 ৪৪। লিথুনিয়াঃ ভিনিয়াস, লিটাস

 ৪৫। মলদোভাঃ চিসিনিউ, লিউ

 ৪৬। সানমেরিনোঃ সানমেরিনো, ইতালীয় লিরা

 ৪৭। লিচেনস্টেইনঃ ভাদুজ সুইচ ফ্রাঁ

 ৪৮। স্পেনঃ মাদ্রিদ, ইউরো

 



Related

ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?

ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। 



Related

ক্রোয়েশিয়া কোন মহাদেশে অবস্থিত?

ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত।