The Ballpen
যুক্তরাষ্ট্রের জনক কে? - theballpen

যুক্তরাষ্ট্রের জনক কে?

12th Dec 2022 | যুক্তরাষ্ট্র |

মার্কিন যুক্তরাষ্ট্রের জনক হলেন জর্জ ওয়াশিংটন। 





Related

যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

মার্কিকি যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। 

উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেনটেটিভ। 



Related

যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?

যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেনটেটিভস।

যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। এর দুইটা কক্ষ, উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেনটেটিভস।



Related

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি ও কী কী?

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ৫০ টি।

  1.  আলাস্কা

  2.  অ্যারিজোনা

  3.  আর্কানসাস

  4.  ক্যালিফোর্নিয়া

  5.  কলোরাডো

  6.  কানেটিকাট

  7.  ডেলাওয়্যার

  8.  ফ্লোরিডা

  9.  জর্জিয়া

  10.  হাওয়াই

  11.  আইডাহো

  12.  ইলিনয়

  13.  ইন্ডিয়ানা

  14.  আইওয়া

  15.  ক্যানসাস

  16.  কেন্টাকি

  17.  লুইজিয়ানা

  18.  মেইন

  19.  মেরিল্যান্ড

  20.  ম্যাসাচুসেট্‌স

  21.  মিশিগান

  22.  মিনেসোটা

  23.  মিসিসিপি

  24.  মিজুরি

  25.  মন্টানা

  26.  নেব্রাস্কা

  27.  নেভাডা

  28.  নিউ হ্যাম্প্‌শায়ার

  29.  নিউ জার্সি

  30.  নিউ মেক্সিকো

  31.  নিউ ইয়র্ক

  32.  নর্থ ক্যারোলাইনা

  33.  নর্থ ডাকোটা

  34.  ওহাইও

  35.  ওক‌লাহোমা

  36.  অরেগন

  37.  পেনসিলভেনিয়া

  38.  রোড আইল্যান্ড

  39.  সাউথ ক্যারোলাইনা

  40.  সাউথ ডাকোটা

  41.  টেনেসী

  42.  টেক্সাস

  43.  ইউটা

  44.  ভার্মন্ট

  45.  ভার্জিনিয়া

  46.  ওয়াশিংটন

  47.  ওয়েস্ট ভার্জিনিয়া

  48.  উইসকনসিন

  49.  ওয়াইয়োমিং

  50. আলাবামা



Related

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯)।



Related

মার্কিন শব্দের অর্থ কী?

মার্কিন শব্দের অর্থ মোটা এক রকম সূতী কাপড়; আমেরিকা; আমেরিকার অধিবাসী, আমেরিকা যুক্তরাষ্ট্র-সংক্রান্ত।