বামপন্থী বিপ্লবী কবি হিসেবে খ্যাত সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)। শােষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত।
ছাড়পত্র’ (১৯৪৭) কবির মৃত্যুর তিনমাস পর প্রকাশিত হয়। পূর্বাভাস, ঘুম নেই, মিঠেকড়া, অভিযান, হরতাল ইত্যাদি গ্রন্থে, তার প্রতিভার স্বাক্ষর রয়েছে।
এটি বাংলার রাজনৈতিক কবিতার ইতিহাসে একটি স্মরণীয় গ্রন্থ। কৈশােরে বিশ্বব্যাপী মহাযুদ্ধের ধ্বংস ও তাবলীলা, দুর্ভিক্ষ, মৃত্যু ও হাহাকার দেখে তিনি বিচলিত হন। সামাজিক রীতিনীতি ও সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার কাব্যে নির্যাতিত মানুষের কথা উঠে এসেছে।
এই গ্রন্থের অনেক কবিতা বলিষ্ঠ উচ্চারণে এবং মৌলিক চিত্রকল্প সৃষ্টিতে অসামান্য। এ বিশ্বকে এ শিশুর বাসযােগ্য করে যাবাে আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’-এই পঙক্তিগুলাে কাব্যটিকে মহিমান্বিত করেছে।
ভূদেব চৌধুরী মন্তব্য করেছেন, সুকান্তের ব্যক্তিত্ব ও কবিতাকর্মের অনন্যতা তার অদম্য অখণ্ড সম্পূর্ণতায়। সংগ্রামের হাতিয়ার হিসেবে তিনি কবিতাকে বেছে নিয়েছেন।
ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাব্য। স্বল্পায়ু সুকান্ত এ কাব্যে তার কবি প্রতিভার বিস্তৃতি ঘটিয়েছেন।
সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্র-নজরুল উত্তর যুগের বিদ্রোহী তরুণ কবি। তার কাব্যে নজরুলের মতােই অন্যায় অবিচার, শােষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ও সংগ্রামের আহ্বান এবং বিপ্লব ও মুক্তির পক্ষে সংগ্রামে একাত্মতার ঘােষণা রয়েছে। আঠারাে বছর বয়স’ কবিতাটি ছাড়পত্র কাব্যের অন্তর্গত।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup