প্রখ্যাত শিক্ষাবিদ কবি ঔপন্যাসিক শহীদ অধ্যাপক আনােয়ার পাশার রাইফেল রােটি আওরাত (১৯৭৩) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযােগ্য সংযােজন। এ দেশের ইতিহাসের এক দুঃসহ ও নৃশংসতম অধ্যায়ের বিশ্বস্ত দলিল এই উপন্যাসটি।
এ শুধু একাত্তরের বাংলাদেশের হাহাকারের চিত্র নয়, তার দীপ্ত যৌবনেরও এক প্রতিচ্ছবি। এ গ্রন্থের নায়ক সুদীপ্ত শাহীন বাংলাদেশ আর বাঙালির আশা আকাঙ্ক্ষা, সংকল্প প্রত্যয় আর স্বপ্ন কল্পনারই যেন প্রতীক।
একাত্তরের মার্চের সে ভয়াবহ কটা দিন আর এপ্রিলের প্রথমার্ধের কালাে দিনগুলাের মর্মান্তিক অভিজ্ঞতার সংকীর্ণ পরিধি টুকুতেই এ বইয়ের ঘটনাপ্রবাহ সীমিত, কিন্তু এর আবেদন আর দিগন্ত দুঃখ এ সময়সীমার আগেও বহুদূর বিস্তৃত।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চিত্র অঙ্কনের মাধ্যমে বাঙালির দুঃখ-বেদনা ও আশা-আকাক্ষার এমন এক শিল্পরূপ, যা সব সময় সীমাকে ডিঙ্গিয়ে এক দীর্ঘস্থায়ী অপরূপ সাহিত্য কর্ম হয়ে উঠেছে
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup