নাসরীন জাহান কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি উপন্যাস রচনার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন। সােনালী মুখােশ’ (১৯৯৬) উপন্যাসে তিনি স্বাধীন বাংলাদেশের শহর ও গাঁয়ের পটভূমিতে সমকালীন সমাজীবনের চিত্র অঙ্কন করেছেন।
ব্যাংক কর্মচারী আফজাল, তার কলেজপড়ুয়া স্ত্রী নিশিকে নিয়ে উপন্যাসের পরিকল্পনা। নিশির আত্মসমীক্ষা, সন্দেহ নিয়ে কাহিনি অগ্রসর হয়েছে। বিয়ের আগে নিশির জীবনে একাধিক প্রেমের ঘটনা আছে। বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত জীবনের যে পতন, ভাঙ্গন, চরিত্রহীনতা দেখা দিয়েছে তা ফুটিয়ে তােলা হয়েছে নিশির চরিত্রের মাধ্যমে।
বাড়ি বা পরিবারের প্রতি স্বামীর পিছুটানকে নিশি সমর্থন করে না। একান্নবর্তী পরিবার তার পছন্দ নয়। পরিবর্তিত সময়ের বাস্তবতার চিত্র উপন্যাসে ফুটে উঠেছে।
Be Connected with us: Facebook Page Or Join to Our Facebook Goup