প্রতিদিনই নতুন নতুন টেস্ট এবং অধ্যায় আপলোড করা হচ্ছে। আপনি চোখ রাখুন আর কোনো মন্তব্য থাকলে পেইজ এর শেষে মন্তব্য বক্স-এ মন্তব্য করুন। ধন্যবাদ।
ব্যাখ্যাঃ সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বােঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। বাংলা বন্ধন’ শব্দেও বন্ + ধন্—এ দুটো অক্ষর। কিন্তু ব+ন+ধ+ন—এগুলাে অক্ষর নয়; এগুলাে বর্ণ বা হরফ। ❌
ব্যাখ্যাঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ; এবং মাত্রাহীন বর্ণ দশটি। যথা : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ ং, ঃ,'। এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২টি। ❌
ব্যাখ্যাঃ বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ : জ + ঞ। এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ: জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।। ❌
ব্যাখ্যাঃ ...। ❌
ব্যাখ্যাঃ ......। ❌
ব্যাখ্যাঃ অর্ধ-মাত্রার স্বরবর্ণ একটি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ (খ, গ, ণ, থ, ধ, প, শ) সাতটি। ❌
ব্যাখ্যাঃ 'র’ হলাে কম্পনজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হলাে- 'ল। তাড়নজাত ধ্বনি হলাে- ড়,ঢ়। অন্যদিকে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে স্পর্শ ধ্বনি বলে। ক-ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি হলাে স্পর্শ ধ্বনি। ❌
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মােট ৫০টি বর্ণ রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। ❌
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনে যুক্তাক্ষর বর্ণ হলাে 'ষ্ণ’ (ষ্ + ণ = ষ্ণ)। 'ষ্ণ’ সংযুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দ হলাে- উষ্ণ, তৃষ্ণা প্রভৃতি। ঐ, ঔ হলাে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি। ❌
ব্যাখ্যাঃ .... ❌
ব্যাখ্যাঃ ...... ❌
ব্যাখ্যাঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি। এর মধ্যে হস্বস্বর ৪টি এবং দীর্ঘস্বর ৭টি। হ্রস্বস্বরগুলাে হলাে : অ, ই, উ, ঋ এবং দীর্ঘম্বরগুলাে হলাে : আ, ঈ, উ, এ, ঐ, ও, ঔ। ❌
ব্যাখ্যাঃ বাংলা বর্ণ মােট ৫০টি। ব্যঞ্জনবর্ণ ৩৯টি এবং স্বরবর্ণ ১১টি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনাে প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি (Votel Sotnd)। যেমন- অ, আ, ই, উ ইত্যাদি। ❌
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা- অ, আ, ই, উ, এ, অ্যা, ও। অপরদিকে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ঔ। ❌
আপনি ২০ নম্বরে পেয়েছেন =
শতকরা পেয়েছেন ...........=